আলবেনিয়ার এক নারীকে গণ ধর্ষণের দায়ে ৯ বছর কারাদণ্ডপ্রাপ্ত ব্রাজিল জাতীয় দলের সাবেক ফুটবলার রবিনিয়োর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইতালির বিচারক মন্ত্রণালয়৷ ফলে ব্রাজিলের বাইরে গেলেই যেকোন সময় গ্রেপ্তার হতে পারেন তিনি।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) ওই মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে গ্রেপ্তারি পরোয়ানাটি কার্যকর করার আহ্বান জানিয়েছে সেদেশের সরকার।
ইতালির সিরি'আর দল এসি মিলানে ২০১০ সালে যোগ দেন রবিনিয়ো। সেখানে থাকাকালীন ২০১৩ সালে আরও পাঁচ জনের সঙ্গে মিলান শহরের একটি নাইটক্লাবে ২২ বছর বয়সী এক নারীকে যৌন নির্যাতন করেন এই ফুটবলার। এমন অভিযোগের প্রেক্ষিতে ২০১৫ সালে মিলান ছেড়ে চলে যান রবিনিয়ো। ২০১৭ সালের নভেম্বর মাসে ইতালির বিচারক মন্ত্রণালয় দোষ প্রমাণিত হওয়ায় তাকে ৯ বছরের কারাদণ্ড দেন।
ওই রায়ের বিরুদ্ধে রবিনিয়ো আপিল করলেও ২০২০ সালের ডিসেম্বরে তা খারিজ করে দেয় আদালত। পরে ইতালির সুপ্রিম কোর্টে আপিল করেও কোনও লাভ হয়নি। গত মাসে তার আপিল খারিজ করে শাস্তি বহাল রাখে সর্বোচ্চ আদালত।
৩৮ বছর বয়সী রবিনিয়ো বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন। বর্তমানে নিজ দেশ ব্রাজিলে আছেন তিনি। দেশটি তার নাগরিককে বিচারের জন্য অন্য দেশে ফেরত পাঠায় না। তাই দেশের বাইরে গেলেই কেবল গ্রেপ্তারের সম্মুখীন হবেন তিনি।
রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও ম্যানচেস্টার সিটিতে খেলা রবিনিয়ো দেশের আদালতেও শাস্তির মুখে পড়তে পারেন। তবে, ইতালিতে সংগঠিত অপরাধ যদি ব্রাজিলেও অপরাধ হিসেবে গণ্য হয় সেক্ষেত্রে শাস্তি ভোগ করতে হবে রবিনিয়োকে।
ব্রাজিলের হয়ে ১০০ ম্যাচ খেলে ২৮ গোল করা রবিনিয়ো ২০২০ সালের অক্টোবরে নিজ দেশের ক্লাব সান্তোসের হয়ে শেষ মাঠে নামেন। কিন্তু সমর্থক ও ক্লাব পৃষ্ঠপোষকদের চাপের মুখে তার চুক্তি বাতিল করে দেয় ক্লাবটি। তারপর আর মাঠে দেখা যায়নি এই ফুটবলারকে।